ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ মঙ্গলবার

ঢাকা: এবার বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র নিয়ে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে যান। তিনি সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের হাতে আমন্ত্রণ পত্র পৌঁছে দেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুস সোবহান গোলাপ বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে গিয়েছিলাম। সিপিবির সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়ে এসেছি।

এর আগে আগামী ৫ নভেম্বর (সোমবার) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী। গণভবনে সন্ধ্যা ৭টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

তবে এরইমধ্যে গত ১ নভেম্বর ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২ নভেম্বর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে তারা প্রধানমন্ত্রীর কাছে আগামী নির্বাচনের বিষয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।