ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার আহ্বান বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন

কিশোরগঞ্জ: শান্তি ও উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। 

রোববার (০৪ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলা ডাক বাংলা মাঠে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মীর নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাজিতপুর।

 

এমপি আফজাল হোসেন আরও বলেন, নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোসহ সবক্ষেত্রেই উন্নয়ন করেছি।  

আগামীতে উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, দুই মেয়াদে আপনারা আমাকে এমপি হিসেবে ভোট দিয়ে জয়ী করেছেন। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থেকে যথাসাধ্য কাজ করেছি।  
এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক ভূঞা, জেলা পরিষদের সদস্য মো. শাহজাহান, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মস্তু, মোবারক হোসেন মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।