ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ ওবায়দুল কাদের/ফাইল ছবি

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ৭ নভেম্বর (বুধবার) ফের সংলাপে বসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল সকাল ১১টায় গণভবনের ‘ছোট পরিসরে’ এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (০৪ নভেম্বর) রাতে গণভবনে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী সংলাপের বিষয়ে উদার।

আমরা ৭ তারিখের মধ্যে যতটা সম্ভব বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবো। বিভিন্ন দল সংলাপ করতে চাইছে। ৭ নভেম্বরের পর আর সংলাপ সম্ভব নয়।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্যারোলে মুক্তির বিষয় কেন আসবে। নিকট আত্মীয় কেউ মারা গেলে বা বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে প্যারোলে আবেদনের বিষয়টি আসতে পারে। উনি কি প্যারোলে মুক্তি নিয়ে নির্বাচন করবেন? এটাতো হতে পারে না।

এর আগে সোয়া আটটার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের শরিক নেতারা ১০টা পর্যন্ত বৈঠক করে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমইউএম/এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।