ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সময়ে আমাদের কাছেও আসতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
‘সময়ে আমাদের কাছেও আসতে হবে’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ আমরা বিএনপি নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য আপনাদের বলছি। সময়ে হয়তো একদিন আপনাদেরও আমাদের কাছে আসতে হবে। সেদিন কোনো ছাড় দেওয়া হবে না। ওই দিন আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে ফেরত চাইবো।

সোমবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও ৭ নভেম্বরের তাৎপর্য বিষয়ক এ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ।

 

সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, আপনারা আমাদের সঙ্গে বসবেন না, একথা বারবার বলছিলেন। পরে বসেছেন, কথা বলেছেন। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কীভাবে দেবেন সেটা আপনারাই ভালো জানেন।
‘সংসদ রেখে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। সময় হয়েছে সংসদ ভেঙে দেওয়ার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিন, খালেদা জিয়াকে মুক্তি দিন। ’

আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকুমল বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।