ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিছিল-স্লোগানে আসছেন নেতাকর্মীরা   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মিছিল-স্লোগানে আসছেন নেতাকর্মীরা    মিছিল-স্লোগানে প্রকম্পিত পুরো সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: শাকিল

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে লোকজনের সমাগম বাড়ছে। 

মঙ্গলবার (০৬ নভেম্বর) সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। যদিও দুপুর ২টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।  

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।  

সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ স্থলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের ঢাকা মহানগরীর নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মিছিল-স্লোগানে প্রকম্পিত পুরো সোহরাওয়ার্দী উদ্যান।  

‘মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি মানে এ অবরুদ্ধ গণতন্ত্র ও জাতির মুক্তি’ ইত্যাদি ব্যানার শোভা পাচ্ছে। এছাড়াও ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ, তারেক রহমান’ এসব স্লোগানও শোভা পাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।