ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনসভাস্থলে নাগরিক ঐক্যের শিশুকর্মী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
জনসভাস্থলে নাগরিক ঐক্যের শিশুকর্মী! নাগরিক ঐক্যের একজন শিশুকর্মী/ছবি: বাংলানিউজ

ঢাকা: সংসদ নির্বাচন সামনে রেখে সাত দফা দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে রাজধানীতে চলছে ব্যাপক শোডাউন। ঐক্যফ্রন্ট বললেও মূলত বিএনপির নেতাকর্মীদের শোডাউন চলছে জনসভাস্থলে। বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে হাজির হয়েছেন প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে।

সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের ব্যানারে সবচেয়ে বেশি শোভা পাচ্ছে খালেদা জিয়ার মুক্তি বিষয়ে। জোটের শরিকদের উপস্থিতি দেখা যাচ্ছে হাতে গোনা।



নাগরিক ঐক্যের একজন শিশুকর্মী/ছবি: বাংলানিউজহাজার মানুষের ভিড়ে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের ব্যানারে ২০-৩০ জন কর্মীকে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এদের অধিকাংশই আবার শিশু। এসব শিশুর বয়স ১০-১২ বছরের মধ্যে। অন্য শরিকদলের নেতাকর্মী খুব একটি চোখে পড়েনি।

সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের মুখে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

দুপুর ২টার দিকে পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।