ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ সুলতান মনসুরের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ সুলতান মনসুরের জনসভায় বক্তব্য রাখছেন সুলতান মনসুর/ছবি: বাদল

ঢাকা: বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু এদেশের মানুষের, তিনি সবার নেতা ছিলেন, আছেন- সেটা প্রমাণ করলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। বিএনপি, গণফোরাম, জেএসডিসহ কয়েকটি দল নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বক্তব্য শেষ করলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে। 

আওয়ামী লীগ ছাড়া অন্য দল, ব্যক্তি বা জোটকে সাধারণত এই স্লোগান ব্যবহার করতে দেখা যায় না।

সরকারের কাছে প্রস্তাবিত সাত দফার শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন চেয়েছেন সুলতান মনসুর।

যদি শান্তিপূর্ণভাবে না হয় তাহলে বাঁকাপথে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান এই নেতা।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রেন্টের সমাবেশে তিনি নেতাকর্মীদের এ আহ্বান জানান।

তিনি বলেন, সংলাপ কি এ সরকার ভুলে গিয়েছিল, ভোটবিহীন এ সরকার ক্ষমতা দখল করে আছে। কীসের সংলাপ, বলেছিল? যতবার ঐক্য হয়েছে ততবার বিজয় হয়েছে। এজন্য সংলাপ করতে তারা বাধ্য হয়েছে। একবার নয়, আরেকবারও সংলাপে বসতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে, সাত দফার বাস্তবায়ন চাই।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সোজাপথে না হলে বাঁকাপথে হাঁটতে হবে। এজন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো- এটাই হবে আমাদের শপথ। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বিনা ভোটের এ সরকারকে পরাজিত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

দুর্নীতির কারণে সরকারের উচ্চরক্তচাপ: ডা. জাফরুল্লাহ
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।