ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপে আ’লীগ প্রতিনিধি দলে রয়েছেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সংলাপে আ’লীগ প্রতিনিধি দলে রয়েছেন যারা গণভবনে সংলাপ

গণভবন থেকে: ঐক্যফন্টের সঙ্গে দ্বিতীয় দফার স্বল্প পরিসরের সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্য অংশ নেবেন। এরই মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রবেশ করেছেন।

বুধবার (০৭ নভেম্বর) সকাল ১১টা এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আ'লীগের যুগ্ম সাধারণ ডা. দীপু মণি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

 

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।