ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপের দোহাই দিয়ে তফসিল পেছানোর যুক্তি গ্রহণযোগ্য নয়  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সংলাপের দোহাই দিয়ে তফসিল পেছানোর যুক্তি গ্রহণযোগ্য নয়   রুহুল আমিন হাওলাদার/ফাইল ফটো

ঢাকা: সংলাপের দোহাই দিয়ে নির্বাচনী তফসিল পেছানোর কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৮ দফা প্রস্তাবনা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সেই দফা মেনে নিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় সম্মিলিত জোটের সংলাপ ফলপ্রসূ হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে ইসি সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

জাপা মহাসচিব বলেন, নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখতে হবে, তবে বিচারিক ক্ষমতা দেওয়া যাবে না, সেই দাবি রেখেছি।

নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে।  

এর আগে বেলা ১১টায় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সংলাপে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙা, শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি।  

বাংলদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।