ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা চাই তফসিল অনুযায়ী নির্বাচন হোক: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আমরা চাই তফসিল অনুযায়ী নির্বাচন হোক: কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: জাতীয় এক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দারি পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তফসিল পেছাবে কি পেছাবে না তা নির্বাচন কমিশন (ইসি)। তবে আমাদের দাবি এই তফসিলেই নির্বাচন অনুষ্ঠিত হোক। 

শনিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, জাতীয় এক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টিসহ সবাই নির্বাচনে আসবে এটা আমি বলছি।

এখন বিরোধী পক্ষ হিসাবে যতটুকু দাবি আদায় করে নেওয়া যায় তারা সেই চেষ্টা-ই করছেন এবং হুংকার দিচ্ছেন।

গত দুইদিনে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, গত দুইদিনে এই এলাকায় জন সমাগম হওয়ায় মানুষের ভোগান্তি হয়েছে। অস্বাভাবিক ভিড়ের কারণে গতকালের (শুক্রবার) মতো আজও (শনিবার) দুর্ভোগ বেড়েছে মানুষের। এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। এরপর কোনো ফরম সংগ্রহ করতে পারবেন না প্রার্থীরা।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এখন থেকে রাজনৈতিকভাবে কেউ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি দেখতে। তার কথা অনুযায়ী-ই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে আওয়ামী লীগ জনগণকে নিয়ে মাঠে থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।  

ওবায়দুল কাদের বলেন, আদাবরে এক তরুণ নিহতের ঘটনায় আগামী দুই দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।