ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেষ দিনে আ’লীগের ধানমন্ডি কার্যালয়ে উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
শেষ দিনে আ’লীগের ধানমন্ডি কার্যালয়ে উপচে পড়া ভিড় আ’লীগের ধানমন্ডি অফিসের সামনে ভিড়

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৯ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিন সকাল ১০টা থেকে রাত ১০টা এবং দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা মনোনয়ন ফরম বিক্রি হয়।

রোববার (১১ নভেম্বর) সকাল ১০টার পর তৃতীয় এবং শেষ দিনের মতো দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি।

এদিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে নিজ নিজ আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে পার্টি অফিসের সামনে হাজির হয়েছেন।

তাদের অনেকেই নিজ সমর্থকদের নিয়ে মহড়া দিচ্ছেন, অনেকেই আবার সম্ভাব্য প্রার্থীকে প্রোটোকল দিচ্ছেন স্লোগানের মাধ্যমে।

মনোনয়নপত্র কিনতে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও ফটোকপির পেছনে নিজ নির্বাচনী আসনের নম্বর, রাজনৈতিক পরিচয় প্রয়োজন হচ্ছে। এসবের সঙ্গে ৩০ হাজার টাকা দিয়ে কেনা যাচ্ছে মনোনয়ন ফরম। সংসদীয় প্রতিটি আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে।

পার্টি অফিসের ভেতর বিভাগভিত্তিক ৮টি কাউন্টার থেকে ফরম সংগ্রহ করা যাচ্ছে। ঘোষণা অনুযায়ী রোববার পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি হবে। এরপর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। ফরম বিক্রির পাশাপাশি দলের দফতর সম্পাদকের কাছে ফরম জমা নেওয়া হচ্ছে।

তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর (রোববার) জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রথমদিন ১ হাজার ৩২৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

এর মধ্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাসহ একাধিক ‘হেভিওয়েট প্রার্থী’ প্রথম দিন মনোনয়নপত্র কিনেছেন।  

এছাড়া জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মিসবাহ উদ্দিন সিরাজ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক, অভিনত্রী রোকেয়া প্রাচী, কবরী, অভিনেতা শাকিল খান আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।