ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জোটের প্রতীক নিয়ে কৌশলী আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
জোটের প্রতীক নিয়ে কৌশলী আ’লীগ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের কোন কোন দলকে ‘নৌকা প্রতীক’ দেবে তা নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এ নিয়ে সাংবাদিকদের কাছে দলটির প্রতিনিধিরা তথ্য প্রকাশে ‘অথরিটি’ নেই বলে জানান।

নির্বাচন কমিশন সচিবকে জোটবদ্ধ নির্বাচনের তথ্য সংক্রান্ত চিঠি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য সচিব মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত তথ্য চেয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার অংশ হিসেবে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে জমা দিতে আমরা বাধ্য।

আমাদের সঙ্গে যারা যারা নৌকা প্রতীকে নির্বাচন করবে, তাদের একটি তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। নির্বাচন কমিশনে জানিয়েছি রাজনৈতিক দল এবং ইসি, দু’পক্ষের মধ্যেই এটা সীমিত আছে। নির্বাচন কমিশনের যে নির্ধারিত প্রক্রিয়া আছে প্রক্রিয়ায় আপনারা জেনে নেবেন।
 
নওফেল বলেন, দলগুলোর নাম প্রকাশ না করা আমাদের রাজনৈতিক কৌশলের একটি অংশ। কাদের নিয়ে আমরা নির্বাচন করবো, তা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

জোটে দলের সংখ্যা বাড়লো না কমলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু নির্বাচন কমিশনকে জানিয়েছি, এই মুহূর্তে মন্তব্য করাটা সমীচিত হবে না।

জাতীয় পার্টি জোটে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি ইতোমধ্যে একটি গোপনীয় তথ্য ও আইন অনুসারে আমরা জমা দিয়েছি। নির্বাচন কমিশন সেটা গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেবেন। যেহেতু আইনের বিষয় আছে, সেহেতু এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করে আইনের ব্যত্যয় ঘটাবো না। কেননা, আমাদের কোনো অথরিটি নেই এই তথ্য প্রকাশ করার।

আইন অনুযায়ী, আবেদন করে এ তথ্য সংগ্রহ করার কথাও সাংবাদিকদের বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।