ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্র রুখতে প্রতিরোধ কমিটি গড়ার আহ্বান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮

রাজশাহী: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াত জোট এখন জাতীয় ঐক্যফন্টের ব্যানারে সংঘটিত। নির্বাচনকে ঘিরে তাদের সব ষড়যন্ত্র রুখতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। 

রোববার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্ত মঞ্চে ‘জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।

সমাবেশে শাহরিয়ার কবির বলেন, জামায়াতের রাজনীতি করার অধিকার নেই। কারণ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা সবারই জানা।

সমাবেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামারুজ্জামান ও রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানর প্রমুখ। সঞ্চালনা করেন কমিটির রাবি সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।