ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিকল্পধারার মনোনয়ন বিতরণ শুরু সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
বিকল্পধারার মনোনয়ন বিতরণ শুরু সোমবার

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ শুরু করবে সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টায়। চলবে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।)

মনোনয়ন ফরমের মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা। ফরম জমার সময় দিতে হবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

১৫ ও ১৬ নভেম্বর মনোনয়ন প্রার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।  

বিকল্পধারার দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বিকল্পধারার বাড্ডা নির্বাচনী অফিসে সব নির্বাচনী কার্যক্রম চলবে। ১৪০, বাড্ডা লিংক রোড, প্রাণ আরএফএল হেড অফিসের পাশে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।