ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা দেশের সুশাসন সমৃদ্ধ করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
শেখ হাসিনা দেশের সুশাসন সমৃদ্ধ করেছেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মতিয়া চৌধুরী। ছবি-বাংলনিউজ

শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪ থেকে ১০১৮ পর্যন্ত, এ ১০টি বছর এদেশের সুশাসন সমৃদ্ধ এবং দেশের মানুষকে আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা। 

তিনি সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জয় হবে, জয় হবে, হবে জয়- মানবের তরে, মাটির পৃথিবী দানবের তরে নয়।

ওই দানবদের আমরা পরাজিত করবো শেখ হাসিনার নেতৃত্বে।

এর আগে পৌরসভার পালপাড়া, আড়াইআনী বাজারের ব্যাপারিপাড়া মোড় ও গড়কান্দায় পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি।  

এসব সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হালিম উকিল, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নালিতাবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি গোপালচন্দ্র সরকারসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।