ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বাগেরহাট: বাগেরহাটে একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর হাতে, কানে স্বর্ণালঙ্কার, পরনে কালো বোরকা ও ছাপার শাড়ি রয়েছে।

স্থানীয় বাসিন্দা এলাচি বেগম ও শিরিন বেগম জানান, নলবুনিয়া মাদ্রাসার সামনে একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে দুই নারী ও একজন পুরুষ মৃত অবস্থায় ৫৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার নাক থেকে রক্তক্ষরণ হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটিরও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।