ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডাবলুসহ ৪ প্রার্থী পেলেন ধানের শীষ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ডাবলুসহ ৪ প্রার্থী পেলেন ধানের শীষ  আব্দুল হামিদ ডাবলু, মোস্তাফিজুর রহমান, কামরুন্নাহার শিরিন ও মাসুদা মমিন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চার প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আলাদ রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ আলী, ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার আবু বকর সিদ্দিক।
 
মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীরের পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনজুরুল ইসলাম ওরফে বিমলের পরিবর্তে ধানের শীষ প্রতীক দিতে হবে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী ও লালপুর থানা বিএনপির সদস্য অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনকে।  
 
নওগাঁ-১ আসনে (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী পরিবর্তে নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদারের পরিবর্তে মাসুদা মমিনকে ধানের শীষ প্রতীক দিতে হবে।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।