ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনে বাধা দিতে বাহিনীগুলোকে ঘুষ দিচ্ছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘নির্বাচনে বাধা দিতে বাহিনীগুলোকে ঘুষ দিচ্ছে সরকার’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিতে সরকার সব বাহিনীগুলোকে কোটি কোটি ঘুষ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সোমবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মান্না বলেন, আগামী ৩০ ডিসেম্বর আমাদের নার্ভের লড়াই।

এ লড়াইয়ে আমাদের জিততে হবে। আমাদের মনে রাখতে হবে যত বাধাই আসুক, নির্বাচন নামক ওই লড়াইয়ে আমাদের বুদ্ধির লড়াই, গণতন্ত্রের রক্ষার লড়াই।

তিনি অভিযোগ করে বলেন, দেশে ইতোমধ্যে সেনাবাহিনী নেমেছে। কিন্তু কেউ কি নিশ্চয়তা দিতে পারবেন, সেদিন কেউ ভোটারদের বাধা দেওয়া হবে না। বরং ভোটে বাধা দেওয়ার জন্য বাহিনীগুলোকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার। তাদের কিনে নেওয়ার চেষ্টা করছে তারা।

তিনি আরও বলেন, মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কারো উপর ভরসা করতে চায়। দেশ আজ এক ঘোর অমানিশার মধ্যে নিপতিত। জনগণ এই স্বৈরাচারের পতন দেখতে চায়।

সংগঠনের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান, ড্যাড সভাপতি ডা. আজিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।