ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নাশকতা মামলায় বিএনপিপ্রার্থী জিন্নাহ কবির কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, ডিসেম্বর ২৪, ২০১৮
নাশকতা মামলায় বিএনপিপ্রার্থী জিন্নাহ কবির কারাগারে

মানিকগঞ্জ: নাশকতা মামলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান জিন্নাহ কবির। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন জিন্নাহ কবির। পরে জিন্নাহ কবিরের প্রতীকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আবদুল হামিদ ডাবলু। হাইকোর্টের রায় ডাবলুর পক্ষে গেলে এখন প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
কেএসএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।