ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুন্সিগঞ্জে দুই টিভির ক্যামেরা পারসনকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
মুন্সিগঞ্জে দুই টিভির ক্যামেরা পারসনকে মারধর

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হাইয়ের নির্বাচনী মিছিলে হামলার ভিডিও ও ছবি ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দু’টি টিভির ক্যামেরা পারসন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় এ হামলা ঘটনা ঘটে।  

হামলার শিকার সাংবাদিকরা হলেন-মুন্সিগঞ্জ জেলায় কর্মরত চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরা পারসন রাজিব হোসেন বাবু ও চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন আমির জান।

 

রাজিব হোসেন বাবু ও আমির জান জানান, সকালে শহরের সুপার মার্কেট এলাকা থেকে বিএনপি প্রার্থীর  নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি হাটলক্ষীগঞ্জ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে তেড়ে এসে মিছিলে হামলা চালায়। পেশাগত কারণে এ দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় মো. জসু (২২) ও মো. ফারুক (৩৫) হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাদের মারধর করেন। এসময় তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান তারা। পরে ক্যামেরা প্রেসক্লাব এসে ফিরিয়ে দেন।  

তিনি আরো জানান, এ ঘটনার পর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এসে ক্ষমা চেয়ে গেছেন।  

এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, হাটলক্ষীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর করা হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। কেননা, সেই পরিবেশ এখন আর নেই।  

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।