ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা সিলেটে মাজার জিয়ারত করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। 

সোমবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে দুপুর ১টায় হজরত শাহপরান মাজার জিয়ারত করতে যান তারা।

সেখান থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের নেতারা সিলেটের বালাগঞ্জ উপজেলায় যাবেন।

সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতায় নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে তার পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাত করবেন ঐক্যফ্রন্টের নেতারা ।  বিকেলে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে একটি ফ্লাইটে ঐক্যফ্রন্টের নেতারা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সফরকারী দলে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেল পৌনে ৪টায় সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এনইউআরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।