ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কল্যাণ পার্টির নতুন ওয়ার্কিং কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জানুয়ারি ১৪, ২০১৯
কল্যাণ পার্টির নতুন ওয়ার্কিং কমিটি  বাংলাদেশ কল্যাণ পার্টির লোগো

ঢাকা: বিএনপি নেতৃত্বোধীন ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। নতুন ওয়ার্কিং কমিটির মহাসচিব হয়েছেন আমিনুর রহমান। 

সোমবার (১৪ জানুয়ারি) দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এই কমিটির অনুমোদন দেন। পার্টির মহাসচিব আমিনুর রহমান নিজেই বাংলানিউজকে বিষয়টি জানান।

 

তিনি জানান, দলের ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, অ্যাডভোকেট বেনী আমিন, মাহমুদ খান ও শামসুদ্দিন পারভেজ, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূঁইয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দফতর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, ঢাকা মহানগর সভাপতি আলী হোসাইন ফরায়েজী, প্রচার সম্পাদক এরশাদুর রহমান মোল্লা এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলাকে নিয়ে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।