ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

জাপা কখনই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
জাপা কখনই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না: কাদের

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যন জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি কখনই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না। সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রেখেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে জাতীয় পার্টি। যাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই পার্টি আরো শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। 

সোমবার (১৪ জানুয়ারি) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রাজশাহী মহানগর শাখার নেতারা জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এসব কথা বলেন।  

কাদের বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি শক্তিশালী দলে পরিণত হবার উজ্জল সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক সমীকরণে অনেক জনপ্রিয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেতাই যোগ দেবেন জাতীয় পার্টিতে। অনেক দল নিশ্চিহ্ন হলেও, জাতীয় পার্টি বেঁচে থাকবে সাধারণ মানুষের ভালোবাসায়।  

এ সময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহ সভাপতি লুৎফর রহমান, নজরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।