ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা আ’লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
মহিলা আ’লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা আর নেই আশরাফুন্নেছা মোশাররফ/ফাইল ফটো

ঢাকা: মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশাররফ মারা গেছেন (ইন্না লিল্লাহি…ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এক শোকবার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে শেখ হাসিনা মরহুমা আশরাফুন্নেছা মোশাররফের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আলাদা শোকবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আশরাফুন্নেছা মোশাররফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।