ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, আগস্ট ৩১, ২০১০
নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকা: বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে বুধবার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে সংগঠনটি।

বুধবার সকালে শেরেবাংলানগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা।   দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয় দলীয় পতাকা।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বুধবার বাদ আসর মিলাদ-মাহফিল আয়োজন করা হয়।

তবে সৌদি বাদশাহ’র রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় খালেদা জিয়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে নতুন এক ডানপন্থী দলের জন্ম হয়। একই বছরের ১ সেপ্টেম্বর জাগদল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। নতুন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্বও নেন তিনি।    

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দলে পরিণত হয় বিএনপি। কয়েক দফা সরকার গঠনের সুযোগ পাওয়া দলটি বর্তমানে প্রধানবিরোধী দলের ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।