ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

‘৭৫ পরবর্তী আ.লীগকে জিয়াই বৈধ্তা দিয়েছিলেন: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, সেপ্টেম্বর ১, ২০১০
‘৭৫ পরবর্তী আ.লীগকে জিয়াই বৈধ্তা দিয়েছিলেন: দেলোয়ার

ঢাকা: ‘৭৫ পরবর্তী আওয়ামী লীগকে জিয়াউর রহমানই বৈধতা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিএনপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।



এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘এ সরকার সব সময়ই বিএনপিকে ধংস করার কাজে লিপ্ত ছিল। এখনও আছে। তারা চায় না বাংলাদেশে জাতীয়তাবাদী দল টিকে থাকুক। ’

আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু আছে আগামী ভোটে জনগণ তা বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।