ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু স্মরণে মাগুরায় একদিনে ১৯৭৫ চারাগাছ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
বঙ্গবন্ধু স্মরণে মাগুরায় একদিনে ১৯৭৫ চারাগাছ রোপণ

মাগুরা: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাগুরায় একদিনে এক হাজার ৯৭৫টি চারাগাছ রোপণ করেছে জেলা আওয়ামী যুবলীগ।

সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে জেলার প্রতিটি ইউনিয়ন কমিটিসহ সংগঠনের ৪২টি ইউনিট কমিটি নিজ নিজ এলাকায় এ চারা রোপণ কর্মসূচি শুরু করে।

জেলা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় চারা রোপণ কর্মসূচির শুরু করে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, ৭৫-এর শোককে শক্তিতে রূপান্তরিত করতে যুবলীগ কাজ করে যাচ্ছে।

আর সৃজনশীল এ ধরনের উদ্যোগে সহায়তা করছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।  

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, যুবলীগ নেতা রেজউল ইসলাম, ফরিদ হোসেন, ফারুক হোসেন, মানিক মিয়া, মাজেদুল ইসলাম, রিমন হোসেন, রাকেশ হোসেনসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।