ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একাত্তরে অসম্ভবকে সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
একাত্তরে অসম্ভবকে সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল 'বঙ্গবন্ধু হত্যা এবং প্রতিরোধ যুদ্ধ' শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা/ছবি: বাদল

ঢাকা: বাঙালি জাতি সম্পর্কে বিদেশিরা বলতো বাঙালি কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ করে সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একথা বলেন।  

'বঙ্গবন্ধু হত্যা এবং প্রতিরোধ যুদ্ধ' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ। তবে বর্তমানে দেশে হত্যা, গুম, অপমান ও বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে জনগণকে। জনগণের সঙ্গে এমন ব্যবহার করা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি।  

জাতির পিতা অমর হয়ে আছেন উল্লেখ করে গণফোরাম সভাপতি আরও বলেন, আজ আমরা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করছি। বঙ্গবন্ধু আমাদের মাঝে অমর হয়ে আছেন। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের মালিক হবে জনগণ। জনগণ দেশের মালিক হবে, লিখিত আদেশে তিনি স্বাক্ষরও করে গেছেন।  

তিনি আরও বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সেই লিখিত আদেশ জেলায়-জেলায়, থানায় পাড়ায়-মহল্লায় বিলি করতে হবে। এবং একই সঙ্গে বঙ্গবন্ধু যেমন ’৭১ সালে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে অসম্ভবকে সম্ভব করেছিলেন, ঠিক তেমনি আমাদের কেউ স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সভাপতির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাকে এর আগেও অনেকবার বলেছি আবারো বলছি, আমরা যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রতিবাদ করেছি প্রতিরোধ গড়ে তুলেছিলাম, আমরা যদি অন্যায় করে থাকি, আমরা যদি দুষ্কৃতকারী হই তাহলে আমাদের বিচার করুন, শাস্তি দিন। আর যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তুলে ভালো কাজ করি তাহলে আমাদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি দেন।  

সভায় আরও বক্তব্য রাখেন জাসদ সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাসরিন কাদের সিদ্দিকী, শফিকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী,  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।