ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি, ছবি: বাংলানিউজ

ঢাকা: দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এসময় দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দিন পাপ্পু, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায়সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন। গণতান্ত্রিক ব্যবস্থার কর্মসূচির ভিত্তিতে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এখন দেশের গণতান্ত্রিক শক্তির সামনে প্রধান কর্তব্য। গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যে সংগ্রাম গড়ে তুলতে সচেষ্ট থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সব সদস্য, শুভানুধ্যায়ী ও দেশের মানুষকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (আগস্ট ৩০) ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান,  গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়কারী মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আহমেদ কামাল ও তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।  

বাংলাদেশের সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।