ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাস রপ্তানির সুযোগ বাতিলের দাবি সিপিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
গ্যাস রপ্তানির সুযোগ বাতিলের দাবি সিপিবির কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম

ঢাকা: গ্যাস রপ্তানির সুযোগ ও দাম বাড়িয়ে নতুন পিএসসি (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) ২০১৯ এর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কপমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।  
 
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, সমুদ্রের গ্যাস উত্তোলনে যে পিএসসি-২০১৯ প্রণয়ন করা হয়েছে, তাতে বিদেশি কোম্পানিকে রপ্তানির সুযোগ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে বিদেশি কোম্পানির কাছ থেকে বাংলাদেশকে যে গ্যাস কিনতে হবে, গ্যাসের দাম বাড়িয়ে ৭.২৫ মার্কিন ডলার করা হয়েছে, ট্যাক্স মওকুফ করা হয়েছে, ফলে কার্যত গ্যাসের দাম পড়বে ১০ মার্কিন ডলার।
 
‘এর আগে পিএসসি ২০০৮ সালে রপ্তানির সুযোগ রাখায় দেশব্যাপী আন্দোলন হয়েছিল। আন্দোলন ও হরতালের ফলে দেশবাসী রপ্তানিমুখী পিএসসির বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছিল। দীর্ঘদিন চুপ থাকার পর সরকার আবারও সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখে যে পিএসসি করলো, এতে ভবিষ্যতে নিজেদের গ্যাস বিদেশিদের কাছে তুলে দেওয়ার পথ প্রশস্ত হবে।
 
নেতারা আরও বলেন, জনমত উপেক্ষা করে একদিকে উচ্চমূল্যে এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) আমদানি করা হচ্ছে। অন্যদিকে সমুদ্রের গ্যাস রপ্তানির পথ প্রশস্ত করা হচ্ছে।  
 
অবিলম্বে যে কোনো মূল্যে গ্যাস রপ্তানির সিদ্ধান্ত বাতিল, শতভাগ মালিকানা নিশ্চিত করে সমুদ্র এবং স্থলভাগের গ্যাস উত্তোলনে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও দেশের স্বার্থে গ্যাস ব্যাবহারের দাবি করেন নেতারা।  
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।