ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘লড়াই ক‌রে গণতন্ত্র আন‌তে হ‌বে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
‘লড়াই ক‌রে গণতন্ত্র আন‌তে হ‌বে’ মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু/ছবি: শাকিল

ঢাকা: গণতন্ত্র, স্বাধীনতা কখনও কোনো স্বৈরাচারী সরকার এমনি এমনি দেয় না। অতীতে লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা ও গণতন্ত্র এনেছি। আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা আনতে হলে লড়াই করে আনতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালকদলের উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু একথা বলেন।

শামসুজ্জামান ‌দুদু ব‌লেন, বাংলাদেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কোনো জায়গায় জবাবদিহিতা নেই। আইনের সুশাসন নেই। সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই। এই দেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে।

তি‌নি ব‌লেন, এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, জমির ফসল নষ্ট হয়েছে। এতকিছু ক্ষতির মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। এখন দেশে কোনো গণতন্ত্র নেই।  

সাবেক এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বিদেশে যান চিকিৎসার জন্য, তিনি যেতেই পারেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার জন্য কোর্টের অনুমতি নিতে হয়। অনুমতি দিলেও সরকার ও জেল কর্তৃপক্ষ তালবাহানা করে। এ কেমন বিচার? 

আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, আহ্বায়ক কমিটির সদস্য কেএম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।