ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রওশনকে লালমনিরহাটে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুতুল দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
রওশনকে লালমনিরহাটে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুতুল দাহ

লালমনিরহাট: প্রায়ত সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মীনি রওশন এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুতুল দাহ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাপা কার্যালয়ের সামনে জিএম কাদের গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুশপুতুল দাহ করে।  

বিক্ষুব্ধ জাপার নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির সদ্যপ্রায়ত চেয়ারম্যান এইচএম এরশাদ মৃত্যুর আগে তার ছোট ভাই জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে যান।

সেই থেকে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলন করে জাপার এমপি রওশন এরশাদ গঠনতন্ত্র বহির্ভূত ভাবে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব ঘোষণা করেন।  

এমপি রওশন এরশাদের এমন ঘোষণায় বিক্ষুব্ধ জেলা জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপের নেতাকর্মীরা লালমনিরহাট জেলা জাপা কার্যালয়ের সামনে রওশন এরশাদের কুশপুতুল দাহ করে রওশন বিরোধী বিভিন্ন স্লোগান দেন।  

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী বক্তব্যে রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান ডাব্লু, সদস্য নুরুল আমিন দুদু, নজরুল ইসলাম বাদশা ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।