ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না: ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না: ইরান সভায় বক্তব্য রাখছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও বাস্তবে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। তাদের প্রকাশিত রাজাকারের তালিকাই সেটা প্রমাণ করে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ-শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সম্প্রতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকা জনগণকে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তিকে চিহ্নিত করে দিয়েছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের রাজাকারের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নাম উল্লেখ ছিল। নুন্যতম মনুষ্যত্ববোধ থাকলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করতেন। টিপুর নাম রাজাকারের তালিকায় প্রকাশের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সব বিচার আবারও প্রশ্নবিদ্ধ হলো।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তির সংগ্রাম সূচনা করেন। তিনি দিশেহারা মুক্তিকামী ছাত্র-যুবক, কৃষক-মজুর, জনতাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব ‘বীরউত্তম’ অর্জন করেন।

লেবার পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. আরিফ সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।