ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশের লাঠিপেটা, জোনায়েদ সাকিসহ ১৪ জন হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
পুলিশের লাঠিপেটা, জোনায়েদ সাকিসহ ১৪ জন হাসপাতালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ ১৪ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন অ্যাখ্যা দিয়ে কালো পাতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিল বাম গণতান্ত্রিক জোট।  

এ সময় মৎস্যভবন এলাকায় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় জোটের নেতাকর্মীদের লাঠিপেটা করে।   

এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, জোনায়েদ সাকিসহ হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ঘটনার পর থেকে হাইকোর্ট-মৎস্যভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।  ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন নেতাকর্মীরা।  ছবি: জি এম মুজিবুররমনা জোনের ডিসি সাাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে বাম জোটের নেতারা যখন মিছিল নিয়ে মৎস্যভবনের দিকে আসেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন ব্যারিকেড না ভাঙে। কিন্তু তাদের নেতাকর্মীরা কথা শোনেননি। তারা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করেন। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে আমাদের পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দু'জন। তখন আমরা তাদের সরিয়ে দিয়েছি।

এদিকে, পুলিশের হামলার প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে গণতান্ত্রিক বাম জোট।  পুলিশ ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।  ছবি: জি এম মুজিবুরজোটের সমন্বয়ক কাফী রতন জানান, হামলার ঘটনায় জোটের অন্যতম সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ ২৫-২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন ‘পুলিশের লাঠিপেটায়’। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল  ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা চার-পাঁচ জনকে পুলিশ হেফাজতে নিয়েছি। ভিডিও ফুটেজ দেখে আমরা ব্যবস্থা নেবো।

>> বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিপেটা, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এজেডএস/ইএআর/আরআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।