ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জে ফখরুলের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জে ফখরুলের প্রতিবাদ

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত ‘গণতন্ত্রের কালো দিবস’ পালন উপলক্ষে তাদের মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী সরকার। অগণতান্ত্রিক সরকারের এভাবে রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিবাদে আজকের দিনটিকে ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।

তাদের মিছিলে পুলিশের হামলা দুঃশাসনের একটি কালো নজির।  

তিনি বলেন, অবৈধ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দেই মেতে আছে। বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলায় আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী সরকার রক্তাক্ত পথেই ক্ষমতায় টিকে থাকতে চায়। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন করা এবং রক্তপাতের পথই হলো আওয়ামী লীগের ঐতিহ্য।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।