রোববার (৫ জানুয়ারি) সকালে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সামবেশে মিলিত হয়।
এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘জাহাঙ্গীরনগর ছাত্রদল কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি অতীতের ন্যায় ভবিষ্যতেও সব বাধা-বিপত্তি অতিক্রম করে সফল করতে বদ্ধপরিকর। ২০২০ সালে ছাত্রদল ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করবে। ’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম খলীল বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দীন মো. বাবর, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক ও রোমান রাশিদুল, আল-বেরুনী হলের যুগ্ম আহ্বায়ক জরজিস মো. ইব্রাহিম ও মো. সেলিম, ইকবাল হোসেন, সাইফ আল-হাসান, মো. জুয়েল তালুকদার, মো. হারেস ফরহাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরআইএস/