ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে জাগপার নতুন কমিটির সাক্ষাৎ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
বিএনপি মহাসচিবের সঙ্গে জাগপার নতুন কমিটির সাক্ষাৎ 

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কাউন্সিলে গঠিত নতুন কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন, আওলাদ হোসেন শিল্পী, প্রিন্সিপাল হুমায়ূন কবির, আবদুল হাই দর্জি, মো. হোসেন মোবারক, সাইফুল আলম, মীর ফরিদ আহমেদ, আলাউদ্দিন আজাদ, আবু সুফিয়ান, রাশেদুল ইসলাম রাসেদ, দেলোয়ার হোসেন জাহিদ প্রমুখ।

 

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি জাগপার নতুন নেতৃত্বকে চলমান আন্দোলনে দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মতো সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।  

গত ১৭ জানুয়ারি জাগপার জাতীয় কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।