রাতে তারা গণভবনে যান। সেখানে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। ইভিএমের মাধ্যমে দেওয়া এটা একটা পরীক্ষাও ছিল।
তিনি আরও বলেন, আরেকটা পরীক্ষা ছিল আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য তাহলে মানুষ আমাদেরকে কতটুকু আস্থায় নেয়, বিশ্বাস করে এবং ভোট দেয় কিনা সেটারও একটা টেস্ট হয়ে গেল।
বিএনপি-জামাত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, মানিলন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ..যে সমস্ত কর্মকাণ্ড তারা করেছে তাতে মানুষ কোনোদিনই তাদের সমর্থন দেয় না, তাদের চায়ও না।
তিনি বলেন, এতদিন তারা যে গুন্ডামি করে ভোট নিত সেটা এবার হয় নাই, পারে নাই।
গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদও বক্তব্য রাখেন এসময়।
বাংলাদেশ সময়: ২২৪০ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমইউএম/এসআইএস