হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন রুহুল কবির রিজভী।
বেলা সোয়া ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নয়াপল্টনে উপস্থিত হন।
পড়ুন>>তীব্র আন্দোলনের একটা ধাপ হরতাল: রিজভী
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বসে পড়েন রাস্তায়। ৩০ মিনিট পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা বিএনপি নেতাদের ফুটপাত ছেড়ে যেতে বলেন।
এ সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও বিএনপি নেতারা পুলিশের কথা মেনে অফিসের ভেতরে চলে যান। তখন ইশরাকও তার অনুসারীদের নিয়ে ভেতরে চলে যান।
এরপর থেকে দলীয় কার্যালয়েই অবস্থান করছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অনেক নেতাকর্মী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএইচ/এমএ