তিনি বলেন, শুধু মুজিব কোট লাগিয়ে জয়বাংলা স্লোগান দিলে আগামীতে ভোট পাওয়া যাবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ঠান্টু, সদস্য আখতার জাহান, সদস্য প্রফেসর মেরিন জাহান কবিতাসহ জেলা আওয়ামী লীগের নেত্রীরা।
দীর্ঘ ছয় বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস ছাত্তার মিলনায়তনে সকাল থেকে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। জেলার ৯টি উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক পদে দায়িত্বরত নেতাকর্মীরা এ প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
আরবি/