ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না: সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সরকার দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না: সরোয়ার

বরিশাল: বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সরকার জনবান্ধব নয় বলেই তারা আজ দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। তারা দুর্নীতি অভিযানের নামে দেশে নাটক তৈরি করেছে। আর প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার চেয়ার ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।’

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ‘দেশের মানুষ একটি ভোটারবিহীন সরকারের স্বৈর শাসনের মধ্যে জীবন-যাপন করছে।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া ঢাকার দুই সিটি নির্বাচন আর এর আগে অনুষ্ঠিত হওয়া বরিশাল সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা। আর এ নির্বাচন কমিশনারের অধীনে এদেশের মানুষ কোনোদিন গণতন্ত্র উদ্ধারের জন্য সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। ’

এ সময় সারোয়ার গণতন্ত্র ও ভোটের অধিকার আদায় করাসহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল প্রমুখ।

অপরদিকে একই দাবিতে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভপাতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।