ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলবেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে, সেসব জানাতেই সংবাদ সম্মেলন ডেকেছেন মহাসচিব।
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকের পরে গণমাধ্যমকে কিছু জানায়নি বিএনপি।
বৈঠক সূত্র জানায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন না হওয়ায় তোপের মুখে পড়েন সিনিয়র নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির তিনজন নেতা তদন্ত কমিটি গঠনে সংশ্নিষ্ট নেতাকে প্রশ্ন করেন।
জানা গেছে, বৈঠকের মধ্যেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারের মধ্যে এ তদন্ত কমিটি গঠনের জন্য বলা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন নেতাকর্মী আহত হন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ও যুবদলের উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমএইচ/টিএ