ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলের প্রস্তুতি সভা ডেকেছেন গণফোরামের বিদ্রোহীরা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
কাউন্সিলের প্রস্তুতি সভা ডেকেছেন গণফোরামের বিদ্রোহীরা  ...

ঢাকা: গণফোরামের একটি অংশ দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ ৪ জনকে বহিষ্কার করে আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল ডেকেছে। গত ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বিদ্রোহী অংশের নেতারা বর্ধিত সভা করে কাউন্সিল আহ্বান করেন।

কাউন্সিল সফল করতে আগামী শনিবার (৩ অক্টোবর) দলীয় কার্যালয়ে প্রস্ততি সভার ডাক দিয়েছেন বিদ্রোহী অংশের নেতারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রস্তুতি পরিষদের আহবায়ক, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু ও সদস্য সচিব সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে জানান, গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করার জন্য ইতোমধ্যে ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় কাউন্সিল প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

৬ষ্ঠ জাতীয় কাউন্সিল প্রস্তুতি পরিষদের প্রথম সভা ৩ অক্টোবর সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয় ইডেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এ ধরনের বর্ধিত সভা ও কাউন্সিল করার বৈধতা তাদের নেই।

সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, কতিপয় লোক এসব করছেন। এতে দলের কোনো ক্ষতি হবে না।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।