নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী সরকার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়পাড়া বেবিস্টেশন এলাকায় রূপসী-কাঞ্চন জিসি ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্যে করেন।
মন্ত্রী বলেন, এরই মধ্যে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ওপর নির্মিত ভুলতা ফ্লাইওভার, মুড়াপাড়া দড়িয়াকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর গাজী সেতু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে ফ্লাইভার নির্মাণের কারণে ভুলতায় মহাসড়কে যানজট নেই। শীতলক্ষ্যা নদীতে গাজী সেতু নির্মাণ হওয়ায় এখনও আর ভোগান্তি নেই। রূপগঞ্জের আনাচে-কানাচে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে আওয়ামী সরকার। আরও যেখানে যেখানে উন্নয়ন প্রয়োজন পর্যায়ক্রমে সব সম্পন্ন করা হবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ, সমবায় সমিতির চেয়ারম্যান ভিপি মনির, নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম, উপজেলা প্রকৌশলী এনায়েত কবির, ঠিকাদার হাবিবুর রহমান হাবিব, নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
ওএইচ/