ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাই আজকের বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
শেখ হাসিনাই আজকের বাংলাদেশ

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আজকের বাংলাদেশ।  

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সেদিন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা নিয়েছিল। বাংলাদেশের মানচিত্র, পতাকা, মুক্তিযুদ্ধের চেতনা সেদিন সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। মূলত পাকিস্তানের ভাবধারা এদেশকে পরিচালনা করা নানাবিধ ষড়যন্ত্র করেছিল।  

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, যে রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পতাকা শুধু নামিয়ে ফেলেনি, তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় কার্যকর করিয়েছেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ডিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।