ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের প্রার্থী অজ্ঞ: সালাহউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
আওয়ামী লীগের প্রার্থী অজ্ঞ: সালাহউদ্দিন

ঢাকা: প্রতিপক্ষ সম্পর্কে আওয়ামী লীগ প্রার্থীর কোনো ধারণাই নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছে, তিনি প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না।

আওয়ামী লীগের প্রার্থী কতটা অজ্ঞ যে তিনি আমাকে বহিরাগত বলেন। আমি নাকি এই এলাকার লোক না। আমি যদি এলাকার না হই তবে কিভাবে এতো উন্নয়ন করলাম। ”

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি এই এলাকার লোক, এই মাটির সন্তান। আওয়ামী লীগের প্রার্থী এলাকার সন্তান না। তিনি এখনও এই এলাকাতে বসবাস করেন না, গেণ্ডারিয়া থাকেন। তার প্রধান নির্বাচনী অফিস মীর হাজিরবাগ। আর আমার নির্বাচনী অফিস এলাকায় এবং আমার নিজের বাড়িতে। অথচ আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস অন্যের ঠিকানায়। ”

এ সময় তিনি আরও বলেন, “আমি এলাকার যে উন্নয়ন করেছি আগামী ১৭ অক্টোবর সুষ্ঠু নির্বাচন হলে জনগণ সেটা দেখিয়ে দেবে। ”

এর আগে বিকেল সাড়ে তিনটায় শনিরআখরা এলাকার চব্বিশ ফিট থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে জিয়া সরণী, গ্যাস রোড, জনতাবাগ চৌরাস্তা মোড়, জনতাবাগ জোড়া খাম্বা রোড দিয়ে রায়েরবাগ বিশ্বরোডে উঠলে পুলিশি বাধায় প্রচারণা শেষ করতে বাধ্য হন বিএনপি প্রার্থী।

প্রচারণাকালে বিএনপির প্রার্থীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহ সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন, হাসান মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আরমান হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাজ মাহমুদ, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শান্ত ইসলাম জুম্মনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।