ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে স্থগিত হওয়া ৪৪ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা, জোরপূর্বক কেন্দ্র দখল ও বিরোধী পক্ষের প্রার্থী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন। সেইসঙ্গে পুনরায় নির্বাচনেরও দাবি জানান তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘এ দেশের নির্বাচন ব্যবস্থা অনেক আগেই এ সরকারের মাধ্যমে ধর্ষিত হয়েছে। যেভাবে আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা দেশে ধর্ষণের প্রতিযোগিতা শুরু করেছে, এখন সময় শুধু একটি গণঅভ্যুত্থানের। তিনি সবাইকে জেগে ওঠার আহ্বান জানান। ’
সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, সকাল ৭টা থেকেই সবগুলো কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সেইসঙ্গে এর আগেই পুলিশের সহায়তায় বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে দাবি করে তিনি এ নির্বাচন বাতিলের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচ/আরবি/