ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যাদবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থীকে কুপিয়ে জখম

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
যাদবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থীকে কুপিয়ে জখম আহত দিপুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার, (ঢাকা): পূর্ব শত্রুতার জেরে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিপুকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। আহত দিপুর ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নপির চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মিজুর ছেলে।

এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) সকালে ধামরাই থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

মামলায় আসামিরা হলেন-উপজেলার যাদবপুর এলাকার রেজুয়ান (৪৫), মোসলেস উদ্দিনের ছেলে আলমগীর (২৮), সজীব (২৭) ও শিহান (২৫), আব্দুর জব্বারের ছেলে সালাম (৩৫), নুর মোহাম্মদ খোকার ছেলে করিম (৩২), রিয়াজ উদ্দিন ঘুঘুর ছেলে জাহাঙ্গীর (৩৮), আবুল হোসেনর ছেলে রুবেল হোসেন (২৭), মিন্টুর ছেলে এমরান (২২) ও নয়া মিয়ার ছেলে আনোয়ার হোসেন অনু (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ তারিখে যাদবপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নিজের ব্যবহৃত গাড়িটি রেখে জলিলের দোকানে চা-পান করছিলেন দিপু। এ সময় দিপুর সঙ্গে সন্ত্রাসী রেজুয়ান বাহিনী পরিকল্পিতভাবে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে সন্ত্রাসী রেজুয়ানের নেতৃত্বে আলমগীর, সজীব, শিহান, সালাম, আব্দুল করিম, জাহাঙ্গীর, রুবেল, এমরান, আনোয়ারসহ ২০/২৫ জন দিপুর ওপর হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্রসহ চাপাতি দিয়ে কোপায় ও মারধর করেন। পরে স্বর্ণের চেন, আংটি, মোবাইল ও নগদ টাকাসহ প্রায় লাখ টাকার নিয়ে যায় তারা। পরে দিপু অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে তারা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার আরও অবনতি হলে তাকে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়।

ভুক্তভোগী দিপুর বাবা বাংলানিউজকে বলেন, স্থানীয় একটি গোষ্ঠী যাদবপুরে মাদক ব্যবসা, সালিশ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, জমি দখল, নারী কেলেংকারী, ছিনতাই, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি প্রভৃতি অপকর্ম করে যাচ্ছে। এখানে একটি পরিবার আছে যার সদস্যরা কখনও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হোক তা চান না। বিভিন্ন সময় এসব অপকর্মের প্রতিবাদ করার কারণেও তারা আমার ছেলের ওপর ক্ষিপ্ত।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাংলানিউজকে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তের কাজও শেষ হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।