ঢাকা: ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে প্রেস সেক্রেটারি-০২ হিসেবে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাপার চেয়ারম্যান জিএ কাদের বুধবার দেলোয়ার জালালীর পদোন্নতি পত্রে সই করেছেন। ইতোমধ্যেই এই আদেশ কার্যকর হয়েছে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন খন্দকার দেলোয়ার জালালী। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে “রক্তাক্ত রাখাইন” নামে একটি বই লিখেছেন তিনি। ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় রক্তাক্ত রাখাইন প্রকাশিত হয়েছে।
ইতোপূর্বে এসএ টেলিভিশনসহ কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মাধ্যমে কাজ করেছেন দেলোয়ার জালালী। পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত খন্দকার জালাল উদ্দিনের ৯ সন্তানের মধ্যে দেলোয়ার জালালী অষ্টম।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসএমএকে/এএটি