ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক টিম তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষা করেছেন।

তারা জানিয়েছেন রিজভীর শারীরিক অবস্থা মঙ্গলবারের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।  

ডা. জাহিদ আশা প্রকাশ করছেন খুব দ্রুতই তিনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় রুহুল কবির রিজভীকে। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা অক্টোবর ১৪, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।